Friday, March 5, 2021
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম।নতুন আক্রান্ত ২০৯

আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম।নতুন আক্রান্ত ২০৯

করোনায় বাংলাদেশে মাত্র ৩৮ দিনেই আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২০৯ জন।

বর্তমানে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। বর্তমানে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা এবং ঢাকার বাইরে থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৮০৪ টি।

২৪ ঘণ্টায় (পূর্বের নমুনা সহ) মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ টি।

এখন পর্যন্ত মোট ১৩ হাজার ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ১২ জন পজেটিভ শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় পিপিই সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৪০ টি। এখন পর্যন্ত মোট সংগ্রহ ১৪ লাখ ১ হাজার ২১৬ টি।

মোট বিতরণ করা হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৯৪ টি পিপিই। বর্তমানে মজুদ আছে ৫ লাখ ১৫ হাজার ১২২ টি।

হোম কোয়ারেন্টাইনে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৩ জনকে রাখা হয়েছে এবং প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪২৯ জনকে রাখা হয়েছে।

বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬ হাজার ৭৫২ জন এবং প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ১৩২ জন।

২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন।

সারাদেশে প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইন এর জন্য ৪৮৮ টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে।

এর মাধ্যমে ২৬ হাজার ৩৫২ জনকে প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে সেবা প্রদান করা যাবে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছে ৮৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জন মুক্ত হয়েছেন।

সারাদেশে মোট ৭ হাজার ৬৯৩ টি আইসোলেশন শয্যা আছে। ঢাকা মগানগরীতে ১ হাজার ৫৫০ টি। ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে আছে ৬ হাজার ১৪৩ টি।

সকল হাসপাতাল মিলে আইসিউ রয়েছে ১৯২ টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে ৪০ টি।

সকল হটলাইনে গত ২৪ ঘণ্টায় কল এসেছে ৯৩ হাজার ৩২৩ টি। এখন পর্যন্ত মোট কল এসেছে ২৩ লাখ ২৪ হাজার ৬২ টি।

অনলাইনে সেবা দেওয়ার জন্য ১৪ হাজার ৬৮৪ জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২৫ জন প্রশিক্ষণ নিয়েছেন।

বর্তমানে স্বেচ্ছাসেবী হিসেবে সেবা দিচ্ছেন ৩ হাজার ৭৬৯ জন। তারা সকলেই টেলিফোনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে।

নমুনা পরীক্ষার জন্য ৭ থেকে ১০ দিনের মধ্যে আরো ৯ টি ল্যাব প্রস্তুত করা হবে। এর মধ্যে ঢাকায় ৩ টি এবং ঢাকার বাহিরে ৬ টি।

সূত্রঃ www.corona.gov.bd

গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৮০৩ জন। বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক আপডেট

স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম নেই,চিকিৎসায় বেহাল দশা

চীনে গত ডিসেম্বরেই করোনাভাইরাস শনাক্ত হয়। মার্চের ৮ তারিখ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থার বিষয়টি আলোচনায় আসে।...

যুক্তরাষ্ট্র WHO তে অর্থায়ন বন্ধ করবে-ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে WHO (ডাব্লুএইচও) অর্থায়ন বন্ধ করতে যাচ্ছেন। কারণ করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় এটি "এর...

নতুন আক্রান্ত ২১৯ জন, মৃত্যুবরণ করেছে ৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এছাড়া আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্ত ২১৯...

আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম।নতুন আক্রান্ত ২০৯

করোনায় বাংলাদেশে মাত্র ৩৮ দিনেই আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২০৯ জন।

মতামত