উত্তর টোলারবাগ, মিরপুর-১ এ করোনায় আক্রান্ত অবসরপ্রাপ্ত সরকারি কলেজের একজন প্রফেসর আজ ভোরে ইন্তেকাল করেছেন…ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিওন…কিছু দিন আগে তার মেয়ে জামাই বিদেশ থেকে এসেছে, পরিবারের বাকি সদস্যরা সবাই করোনায় আক্রান্ত..ঐ ভবনের ৩০টি পরিবারকে প্রশাসন পুলিশ পাহাড়ায় কোয়ারান্টাইনে রেখেছে..
স্থানঃ উত্তর টোলারবাগ, মিরপুর-১,ঢাকা।