দেশে এ যেন এক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। দেশে মোট মৃতের সংখ্যা ৩৯ জন।
মৃত্যুর মিছিল বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ১৮২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮০৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ ব্যাক্তির সংখ্যা ৪২ জন।
সারাদেশে ২৪ ঘণ্টায় মোটা নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৭০ টি।
আজ (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এর কভিড সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে ১৭ টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও প্রতিটি জেলার সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতালগুলোকে ( যারা কাজ করতে ইচ্ছুক) নমুনা পরিক্ষার জন্য অনুমতি দেয়া হচ্ছে।
ঢাকার বসুন্ধরায়,উত্তর সিটি কর্পোরেশনের মার্কেট এবং দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার এর কাজ এগিয়ে যাচ্ছে।
ঢাকায় আরো কিছু হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। মুগদা হাসপাতাল, পঙ্গু হাসপাতালের পুরানো অংশটুকু এবং ঢাকা মেডিকেল কলেজের পুরানো বার্ন ইউনিট আপাতত এগুলো প্রস্তুত করা হচ্ছে।
বেসরকারি হাসপাতালের মধ্যে ঢাকায় শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ৫০০ বেড, আনোয়ার খান মেডিকেল কলেজ ৭০০ বেড প্রস্তুত করা হচ্ছে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী লকডাউন জোরদার করার আহ্বান জানান। বিশেষ করে যে এলাকাগুলোতে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, গতকালের চেয়ে ৩৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২৩ শতাংশ বেশি।
গত ২৪ ঘণ্টায় পিপিই নতুন সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৪৪০ টি। বিতরন করা হয়েছে ৯১ হাজার ৯০০ টি।
ঢাকা ওয়াসা ২ হাজার ৫০০ টি সার্জিক্যাল মাস্ক অনুদান দিয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে আছে ৫ হাজার ৬৮৪ জন। বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছে ৮৫ হাজার ৪৯৮ জন।
প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন। বর্তমানে মোট প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২ হাজার ১৮৯ জন।
কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ১ হাজার ৪৫ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছে ৬৩ হাজার ২৭৬ জন।
সারাদেশে প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইন এর জন্য ৪৮৮ টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে।
এর মাধ্যমে ২৬ হাজার ৩৫২ জনকে প্রাতাষ্ঠানিক কোয়ারেন্টাইনে সেবা প্রদান করা যাবে।
আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে মোট আইসলেশনে আছে ২৯৯ জন। ২৪ ঘণ্টায় মুক্ত হয়েছে ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এর হেল্পলাইনে মোট ফোনকল এসেছে ৯৪ হাজার ১১১ টি।
সূত্রঃ www.corona.gov.bd
গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৬২১ জন। বিস্তারিত