গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাড়ালো ২৭ জনে।
এছাড়া দেশে করোনায় নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কভিড সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা বলেন,নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী।
এদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৬ জন।
২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৯ জন।
৪১ থেকে ৫০ বছরের ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৪ জন এবং ৬০ বছরের উপরে রয়েছেন ১৩ জন।
৯৪ জনের মধ্যে ৩৭ জন ঢাকার বাসিন্দা। ১৬ জন নারায়ণগঞ্জের বাসিন্দা, বাকিরা অন্য জেলার।
ঢাকায় ৩৭ জনের মধ্যে যাত্রাবাড়িতে সর্বোচ্চ আক্রান্ত ৫ জন।
নতুন যে ৬ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা।
৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন এবং আরেকজনের বয়স ৯০ বছর।
মৃত্যুবরণ করা ৬ জনের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা, ২ জন নারায়নগঞ্জের এবং ১ জন পটুয়াখালী জেলার।
অনলাইন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সানিয়া তাহমিনা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৮৪ টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৫৯ টি।
গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৯৭ টি। এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৮৪ টি।
সানিয়া তাহমিনা আরো জানান, নতুন আরো ১ লাখ ২০ হাজার ৬৬০ টি পিপিই সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মজুদ আছে ৪ লাখ ৯৮ হাজার ৭২ টি পিপিই।
২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন করা হয়েছে ২০৫৩ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে ৪২১ জন।
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে মোট ১২ হাজার ৬০১ জন।
সূত্রঃ www.corona.gov.bd
গতকাল পর্যন্ত দেশে মোট আক্রান্ত ছিলো ৩৩০ জন।বিস্তারিত