নতুন দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
নতুন দুইজন মধ্যে একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত দুইজনই পুরুষ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক মো. হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ফোন কল এসেছে ৬৬ হাজার ৪৬৫ টি। স্বাস্থ্য বাতায়নে এখনে পর্যন্ত মোট ফোনকলের সংখ্যা ১০ লক্ষ ৪২ হাজার ৯৬২ টি।
গত ২৪ ঘণ্টায় আরো ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে কভিড আছে বলে শনাক্ত হয়েছে। ফলে বাংলাদেশে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
তিনি বলেন, কভিড-১৯ সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন এখন পর্যন্ত ১২৪৪৮ জন। এদের মধ্য থেকে ১৭৭০ জন ইতিমধ্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছেন।
বর্তমানে করোনাভাইরাস রোগী শনাক্তের জন্য নমুনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকায় ৬ টি এবং ঢাকার বাহিরে ৫ টি প্রতিষ্ঠান ইতিমধ্যে পরীক্ষা করা শুরু করেছে। ঢাকার বাহিরে এবং ঢাকায় আরো কিছু প্রতিষ্ঠান প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরো বলেন, নতুন করে কেউ মারা যায়নি ফলে কভিড-১৯ এ বাংলাদেশে মৃতের সংখ্যা ছয় জনই রয়েছে। ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। এখন পর্যন্ত মোট আইসোলেশনে নেয়া হয়েছে ৩৭৩ জন। এদের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে ২৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ জন।
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন কমপক্ষে ১ হাজার নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন এবং প্রতি উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে ২টি নমুনা সংগ্রহের নির্দেশনা প্রদান করেছেন।
ব্রিফিংয়ে জানানো হয় যে, গতকাল পর্যন্ত পিপিই মজুদ ছিলো ৪ লক্ষ ১৩ হাজার ৩৬০ টি। এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ২৫০টি পিপিই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
এখনো পিপিই মজুদ আছে ৫৬ হাজার ১১০ টি। প্রতিদিনই স্থানীয়ভাবে ২০-৩০ হাজার পিপিই সংগ্রহ করা হয়। সামনে যে পরিমান পিপিই আসবে তার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নূন্যতম ১০-১৫ লক্ষ।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ নির্দেশনায় পিপিই সামগ্রীর সাথে অন্যান্য মাস্ক, স্যানিটাইজার, গ্লাবস, ফুটকভার, হেডকভার এগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌছানো হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
সূত্রঃ www.corona.gov.bd
বিসিজি টিকা বাঁচাতে পারে করোনাভাইরাস থেকে। বিস্তারিত