Tuesday, December 1, 2020
করোনা ভাইরাস করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন আক্রান্ত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বৃহস্পতিবার (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা) পর্যন্ত বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ। বৃহস্পতিবার (২৬ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন আক্রান্তরা সবাই পুরুষ। এদের ২ জনের বয়স ৩০-৪০ এর মধ্যে, ২ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে। অপর একজন্য ষাটোর্ধ্ব। তারা বিভিন্ন হাসাপাতাল কিংবা বাড়িতে আইসোলেশনে আছেন।

গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন। নতুন আক্রান্তদের একজন বিদেশ থেকে এসেছেন, তিনজন আগে আক্রান্ত রোগীর সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন, অন্যজনের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আইইডিসিআর’র করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পরিসর বাড়ানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ৩ হাজার ৩২১টি। এদের মধ্যে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সেব্রিনা ফ্লোরা বলেন, “এ ভাইরাসে নতুন করে কারও প্রাণহানি হয়নি। আক্রান্ত ৪৪ জনের মধ্যে নতুন করে আরও চারজন সুস্থ হয়েছেন, অর্থাৎ এ পর্যন্ত মোট ১১ জন সুস্থ হয়ে উঠেছেন।”

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৮৬ হাজার ৯৪৮ জন মানুষ।

এ পর্যন্ত বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫ জনে।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৬০ জন । তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ১৪ হাজার ৯৬৪ জনের।

এছাড়া, আক্রান্ত ১ লাখ ৩৯ হাজার ৫৮৮ জনের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৫৬৩ জন (৮৪ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২২ হাজার ২৫ জন (১৬ শতাংশ) রোগী মারা গেছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

যারা ঢাকা ছেড়ে বাড়ি ফিরে গেছেন তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক আপডেট

স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম নেই,চিকিৎসায় বেহাল দশা

চীনে গত ডিসেম্বরেই করোনাভাইরাস শনাক্ত হয়। মার্চের ৮ তারিখ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থার বিষয়টি আলোচনায় আসে।...

যুক্তরাষ্ট্র WHO তে অর্থায়ন বন্ধ করবে-ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে WHO (ডাব্লুএইচও) অর্থায়ন বন্ধ করতে যাচ্ছেন। কারণ করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় এটি "এর...

নতুন আক্রান্ত ২১৯ জন, মৃত্যুবরণ করেছে ৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এছাড়া আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্ত ২১৯...

আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম।নতুন আক্রান্ত ২০৯

করোনায় বাংলাদেশে মাত্র ৩৮ দিনেই আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২০৯ জন।

মতামত