Monday, November 23, 2020
করোনা ভাইরাস করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ছয়জন

করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ছয়জন

বাংলাদেশে আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০-এর বেশি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন পাঁচজন। ব্রিফিংয়ে ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সবাইকে জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, সবাই ঘন ঘন হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন।

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আইইডিসিআর-এ ফোন আসছে জানিয়ে তিনি বলেন, সেগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

গতকাল সোমবার (২৩ মার্চ) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ জন। আজ নতুন ৬ জন করোনায় আক্রান্ত হয়ে তা বেড়ে ৩৯ জনে দাঁড়াল। 

তিনি বলেন, সরকার আগামী ২৬ মার্চ থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনা ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে।

এর আগে সোমবার আইইডিসিআর জানায়, দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন পাঁচজন এবং ২৫ জন চিকিৎসাধীন।

অন্যদিকে বিশ্বব্যাপী ৩ লাখ ৮৪ হাজার ৪৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫৯১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৫৩৬ জন।


আক্রান্তদের মধ্যে ১২ হাজার ৭৯ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায় এবং ২ লাখ ৬৫ হাজার ৩০৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৫৩ হাজার ২২৭ জনের অবস্থা স্থিতিশীল।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।

ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

এর আগে, করোনা সতর্কতায় গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা বৈশ্বিক মহামারিতে রূপ নেয়ায় বাংলাদেশ সরকারও সর্তক অবস্থায় আছে। সংক্রমণ ঠেকাতে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক আপডেট

স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম নেই,চিকিৎসায় বেহাল দশা

চীনে গত ডিসেম্বরেই করোনাভাইরাস শনাক্ত হয়। মার্চের ৮ তারিখ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থার বিষয়টি আলোচনায় আসে।...

যুক্তরাষ্ট্র WHO তে অর্থায়ন বন্ধ করবে-ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে WHO (ডাব্লুএইচও) অর্থায়ন বন্ধ করতে যাচ্ছেন। কারণ করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় এটি "এর...

নতুন আক্রান্ত ২১৯ জন, মৃত্যুবরণ করেছে ৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন। এছাড়া আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্ত ২১৯...

আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম।নতুন আক্রান্ত ২০৯

করোনায় বাংলাদেশে মাত্র ৩৮ দিনেই আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২০৯ জন।

মতামত