অবশেষে পিছু হটল সেনাবাহিনী, উত্তরার দিয়াবাড়িতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে হচ্ছে না কোয়ারেন্টাইন সেন্টার। স্থানীয় ভবন মালিক ও বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
উল্লেখ্য যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত বৃহস্পতিবার দুটি কোয়ারেন্টাইন সেন্টার এর দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। কোয়ারেন্টাইন সেন্টার দুটি হল হজ ক্যাম্প, আশকোনা এবং রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কুঞ্জলতা ভবন।
এই দিকে যতো দিন যাচ্ছে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় করোনায় আক্রান্তদের কোয়ারেন্টাইনের সুব্যবস্থা করা না গেলে আগামী দিনগুলোতে সবচেয়ে কঠিন ভয়াবহতা অপেক্ষা করছে।
দিয়াবাড়ির এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার খোলায় সেখানকার বাসিন্দারা গত শুক্রবার থেকে ওই ভবনের সামনে বিক্ষোভ করেন। বাসিন্দাদের দাবি ছিল, উত্তরা দিয়াবাড়ি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার হলে অত্র এলাকার বাসিন্দাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।
কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নির্ধারিত জায়গায় ফ্ল্যাট রয়েছে ৩৩৬ টি। নির্ধারিত ভবনের আশেপাশে অন্যান্য ভবনে লোকজন বসবাস করেন। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট রয়েছে ছয় হাজার ছয়’শ টি।